চট্টগ্রাম সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স প্রোগ্রাম

১৪ জুন, ২০২৩ | ৮:১০ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই সেশন ২০২৩-এ ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১২ জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন। এ কোর্সের মাধ্যমে একজন ডেভেলপমেন্ট প্রফেশনাল সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি এবং সামগ্রিক পেশাদারিত্ব বাড়াতে পারবেন।

কোর্সের বৈশিষ্ট্য:
১) ১৮ মাসের পেশাগত প্রোগ্রাম (৩ সেমিস্টার)
২) শুক্র ও শনিবার হবে ক্লাস
৩) আবেদনের যোগ্যতা: সম্মানসহ স্নাতক/বিবিএ/বিএসসি/বি ইঞ্জি./এমবিবিএস/বিডিএস
৪) কমপক্ষে ২.৫ সিজিপিএ থাকতে হবে (শিক্ষা- জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়)
৫) মাস্টার্স শেষ করা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ ১২ জুলাই ভর্তি পরীক্ষা ১৪ জুলাই ক্লাস শুরু ২৯ জুলাই সকাল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক বছর মেয়াদি অন-ক্যাম্পাস পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমায় আবেদন শুরু হয় ৫ জুন থেকে। আগ্রহী প্রার্থীরা ৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ৫২৫ টাকা আবেদন ফি। এই ফি আগামী ৬ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে শিক্ষার্থীদের।

পরীক্ষার তারিখ: ১৪ জুলাই।

কোর্স ফি: কোর্স ফি সাকুল্যে ২৫ হাজার টাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামের ভর্তির বিস্তারিত তথ্য মিলবে: www.nu.ac.bd/admissions

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন