বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ১০৮ কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৮৫২ ভোট। হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম পেয়েছেন ২৯ হাজার ৫৫১ ভোট। সোমবার বিকেল সাড়ে ৬টা পর্যন্ত কেন্দ্র থেকে প্রিজাইডিং কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বরিশালে মেয়র পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলীয়ভাবে নির্বাচনে প্রার্থী হয়েছে চারজন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. ইকবাল হোসেন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম (হাতপাখা) ও জাকের পার্টির প্রার্থী মিজানুর রহমান বাচ্চু (গোলাপফুল)।
বাকি তিনজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মেয়র পদে লড়ছেন। তারা হলেন- মো. আলী হোসেন হাওলাদার (হরিণ), মো. আসাদুজ্জামান (হাতি) ও মো. কামরুল আহসান রুপন (টেবিল ঘড়ি)।
এ ছাড়া ৩০টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১১৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বরিশাল সিটি নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৬টি। এই সিটিতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন।
সোমবার সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে একযোগে শুরু হওয়া ভোট বিকেল ৪টায় শেষ হয়। সবকেন্দ্রে ইভিএমে ভোট হওয়ায় কম সময়েই ফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ