দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ২২ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১৮৯ জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগী বাড়ছে, বাড়ছে মৃত্যুও। চলতি মাসের প্রথম ১১ দিনেই ডেঙ্গু রোগীর সংখ্যা মে মাসের ৩০ দিনের চেয়ে বেশি। মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক হাজার ৩৬ জন। জুনের ১১ দিনে এক হাজার ১৮৮ জন এডিস মশাবাহিত ভাইরাস নিয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন। এ সময়ে ১১ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকায় ১৩৬ জন এবং ঢাকার বাইরে ৫৩ জন। বর্তমানে দেশে মোট ৬০৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে আছেন ৪৯৭ জন আর ঢাকার বাইরের হাসপাতালে আছেন ১০৬ জন। চলতি বছর এ পর্যন্ত তিন হাজার ২১০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৫৮৩ জন।
পূর্বকোণ/আরআর/পারভেজ