মুন্সীগঞ্জে ছেলেকে মারধরের কারণ জানতে গিয়ে মতিউর রহমান কালাই (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ শহরের নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে পূর্ব বিরোধকে কেন্দ্র করে নিহতের ছেলে শাকিলকে কুপিয়ে আহত করে একই এলাকার জুবায়ের ও জিহাদ। কালাই মিয়া ছেলেকে মারধরের আহত করার বিষয়টি জানতে গেলে জুবায়ের ও জিহাদ এবং তাদের বাবা দিল মোহাম্মদ কালাকেই কুপিয়ে আহত করে। স্থানীয়রা কালাইকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
নিহতের ছেলে শাকিল বলেন, ‘জুবায়েরের সঙ্গে অনেকদিন ধরে বাড়ির রাস্তা নিয়ে ঝামেলা চলছিল। আমি বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সে আমাকে বকাঝকা করছিল। আমি প্রতিবাদ করলে আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে। আমাকে হাসপাতালে নিয়ে গেলে বাবা তাদের কাছে কারণ জানতে চান। আমার বাবাকে জুবায়ের, জিহাদ ও তাদের বাবা দিল মোহাম্মদ কুপিয়ে হত্যা করেছে।’
মুন্সীগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান বলেন, ‘বিরোধের জের ধরে প্রতিপক্ষ কুপিয়ে কালাইকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা করছি। মামলার প্রস্তুতি চলছে।’
পূর্বকোণ/এএইচ