চট্টগ্রাম মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

গসিপ

শর্টস পরেই…

১ ডিসেম্বর, ২০১৮ | ১:৪৩ পূর্বাহ্ণ

ক’দিন ধরেই যেন বিতর্ক পিছু ছাড়ছে না বিরাট কোহলিকে। নিজের ৩০তম জন্মদিনে এপস লঞ্চ করেন কোহলি। সেখানে সমর্থকের এক প্রশ্নের জবাবে ‘দেশে বাস করছেন আর অন্য দেশকে ভালোবাসছেন?’ বলে তুমুল বিতর্কের মুখে পড়েন ভারতীয় এই অধিনায়ক। এমনকি এ কারণে বোর্ডের কাছ থেকে কথাও শুনেছেন কোহলি। অস্ট্রেলিয়া সফরে টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার চার ম্যাচের টেস্ট সিরিজের অপেক্ষায় ভারত। মূল লড়াইয়ের আগে চারদিনে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে দু’দল। ম্যাচের শুরুতেই বিতর্কের মুখে ভারতীয় অধিনায়ক। প্রস্তুতি ম্যাচে ট্রাউজারের বদলে শর্টস (হাফপ্যান্ট) পরেই টস করতে মাঠে নেমে যান কোহলি। মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যার জেরে তুমুল সমালোচনার মুখে ভারতীয় এই অধিনায়ক। হোক না প্রস্তুতি ম্যাচ, কেন শর্টস পরেই টস করতে এলেন কোহলি তা এখনো পরিষ্কার নয়। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে কোহলির এমন পোশাক নির্বাচন নিয়ে চলছে সমালোচনার ঝড়। কারো কারো মতে, কোহলিকে অনুসরণ করেন লাখো ক্রিকেট ভক্ত। সেখানে তার এমন পোশাক নির্বাচন প্রশ্নবিদ্ধ।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট