চট্টগ্রাম সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

মেসির বিদায়ে পিএসজির ইনস্টাগ্রামে ফলোয়ার ধস

স্পোর্টস ডেস্ক

৬ জুন, ২০২৩ | ১:১৮ অপরাহ্ণ

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। দুই বছর আগে পিএসজিতে যোগ দেন। যোগ দেয়ার পরই মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ফলোয়ার সংখ্যা বেড়ে গিয়েছিল অনেক। এবার মেসি ক্লাব ছাড়তেই ধস নামল তাদের অনুসারীর সংখ্যায়।

মেসি ক্লাব ছাড়ার পর ইনস্টাগ্রামে এখন পর্যন্ত ১৬ লাখ ফলোয়ার হারিয়েছে ফরাসি ক্লাবটি।

গত শনিবার চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচটা খেলেছে পিএসজি। লিগ ওয়ানের ম্যাচটি ছিল প্যারিসের ক্লাবটিতে মেসির শেষ ম্যাচ। মেসির বিদায়ী ম্যাচটা অবশ্য জিততে পারেনি দলটি। ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ক্লেরমঁ।

এ ম্যাচের আগে পিএসজির ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ছিল ৬৯.৯ মিলিয়ন। কিন্তু ম্যাচের পরে ফলোয়ার সংখ্যা শুধু কমেছে তাদের। এই প্রতিবেদন লেখার সময় সবশেষ তাদের ফলোয়ার সংখ্যা ৬৮.৩ মিলিয়ন।

দুই বছরের পিএসজি অধ্যায়ে দুটি লিগ শিরোপা ও একটি ফরাসি কাপ জিতেছেন মেসি। দুই মৌসুমে গোল করেছেন ৩২টি, অ্যাসিস্ট ৩৫টি।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট