চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল ঘোষণা, ২ নতুন মুখ

ক্রিড়া ডেস্ক

৪ জুন, ২০২৩ | ৮:৫২ অপরাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ শাহাদাৎ হোসেন দিপু ও মুশফিক হাসান।

 

ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না টাইগারদের নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। এছাড়া দলে ফিরেছেন ব্যাটার জাকির হাসান ও পেসার তাসকিন আহমেদ।

 

সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচের সিরিজে খেলেছেন দুই নতুন মুখ ব্যাটার শাহাদাৎ হোসেন দিপু ও পেসার মুশফিক হাসান। সেই সিরিজে পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এই দুই তরুণ ক্রিকেটার।

 

বাংলাদেশের স্কোয়াড:

 

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, শাহাদাৎ হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, জাকির হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুশফিক হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, খালেদ আহমেদ।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন