চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি: প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

৪ জুন, ২০২৩ | ৪:৪৫ অপরাহ্ণ

কয়লা, গ্যাস এবং তেলের সংকটের কারণে দেশে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘কত দ্রুত পায়রা বিদ্যুৎকেন্দ্রে কয়লা নিয়ে আসা যায়, সেই চেষ্টা চলছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে এই অবস্থা থেকে যেন বের হয়ে আসা যায়, সেই চেষ্টা করছি।’

রবিবার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এমন আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

এই মুহূর্তে শিডিউল লোডশেডিং দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘কিছু কিছু এলাকায় লোডশেডিং হচ্ছে, বেশ কিছুদিন তা বেড়ে গেছে। সারা দেশে আড়াই হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং হচ্ছে। ফুয়েলের যোগান দিতে সমস্যা হচ্ছে। পরিস্থিতি অসহনীয় হয়েছে, সরকার সেটা জানে। কিছু প্লান্ট অর্ধেক জ্বালানি দিয়ে চলছে।’

মূলত জ্বালানি সংকটের কারণেই বিদ্যুৎ সংকট হচ্ছে জানিয়ে নসরুল হামিদ বলেন, ‘এগুলো গত ২ মাস ধরেই সমাধানের চেষ্টা হচ্ছে। আর্থিক কারণসহ নানা কারণে এখনও সমাধান করা যায় নি।’

সবাই এর ভুক্তভোগী উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘পেট্রোল পাম্পের সমস্যা হওয়ার কথা না। কেননা পেট্রোল ও ডিজেলের সংকট নেই।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট