চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

মধ্যরাতে চবির ২ হলে তল্লাশি, দেশি অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২ জুন, ২০২৩ | ১১:৩০ পূর্বাহ্ণ

মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুটি আবাসিক হলে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) রাত ১২টা থেকে শুরু হয়ে প্রায় একঘণ্টা চলে এ অভিযান। তবে এ সময় কাউকে আটক করা যায় নি।

এর আগে বুধবার ও বৃহস্পতিবার দুই দফায় সংঘর্ষে জড়ায় শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দুটি গ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীরা। এতে প্রক্টর, সহকারী প্রক্টর ও পুলিশ সদস্যসহ কমপক্ষে ২২ জন আহত হন। পরে রাত ১২টার দিকে প্রক্টরিয়াল বডির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল ও শাহ আমানত হলে তল্লাশি অভিযান চালায় পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা অভিযান চালিয়েছি। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে হল থেকে বেশ কিছু লোহার রড, ক্রিকেট খেলার স্টাম্প ও দেশি অস্ত্র উদ্ধার করেছি।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট