চট্টগ্রাম শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

খাগড়াছড়িতে হত্যা মামলার ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

খাগড়াছড়ি সংবাদদাতা

৩০ মে, ২০২৩ | ১২:০৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে ২০১৪ সালে নুরুল হক কোম্পানী হত্যা মামলার ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপশি প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।

 

সোমবার (২৯ মে) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহিন উদ্দিন এ রায় ঘোষণা করেন।

 

এ মামলার আসামিরা হল- রাসেল, মিজানুর রহমান, আব্দুল মোতালেব, রেজাউল করিম, শাহ আলম, হারুন ও নুরুল আবছার। এদের মধ্যে রাসেল মামলার শুরু থেকে পলাতক থাকলেও বাকি ৬ আসামি কারাগারে রয়েছে। এ মামলা পরিচালনা করেন, রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো।

 

উল্লেখ্য, ২০১৪ সালে ১ ফেব্রুয়ারি এ মামলার ভিকটিম নুরুল হক কোম্পানী সন্ধ্যায় বাজারে যাওয়ার সময় পূর্বশত্রুতার জের ধরে আসামিরা তাকে ধারালো দা, ছুরি ও লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে রামগড় হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এর পরপরই নিহত নুরুল হকের ছেলে নুর নবী বাদী হয়ে রামগড় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট