চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

লোহাগাড়ায় চোরাই গরুসহ বিক্রেতাদের পুলিশে দিল স্থানীয়রা

লোহাগাড়া সংবাদদাতা

২৯ মে, ২০২৩ | ১০:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় চোরাই গরু বিক্রি করতে গিয়ে ৩ চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করলেন স্থানীয়রা।

 

সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নে জঙ্গল পদুয়া এলাকা হতে তাদেরকে আটক করা হয়।

 

আটককৃতরা হল- আনোয়ারা উপজেলার হাইলদর পীরখাই এলাকার সোলায়মানের ছেলে মনজুরুল আলম (৪৫), কর্ণফুলী উপজেলার বৈরাগী ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মৃত ফিরোজ খানের ছেলে জুলহাস খান (২৬) ও একই ইউনিয়নের সিরাজ মিয়ার ছেলে রায়হান (১৯)।

 

এ সময় ঘটনার সাথে জড়িত এক চোর পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন পদুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন-অর-রশিদ।

 

তিনি জানান, আনোয়ারা থেকে দুটি চোরাই গরু বিক্রি করার জন্য পদুয়া আনে চারজন চোর। গরুগুলো কম দামে বিক্রি করতে চাইলে স্থানীয়রা তাদেরকে সন্দহ করে। পরে তাদেরকে আটক করে চেয়ারম্যানকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা চুরির কথা স্বীকার করলে বিষয়টি থানায় জানান। খবর পেয়ে পুলিশ গরুসহ ৩ জনকে আটক করে থানায় নিয়ে যান।

 

লোহাগাড়া থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে গিয়ে চোরাই গরুসহ তিনকে আটক করে থানা হেফাজতে আনা হয়। এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত গরুগুলো যাচাইবাছাই করে প্রকৃত মালিক পাওয়া গেলে তাদেরকে ফেরত দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট