চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

জেসিআই চট্টগ্রামের মেম্বারস নাইট

অনলাইন ডেস্ক

২৯ মে, ২০২৩ | ৭:৪৪ অপরাহ্ণ

তরুণ উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের মেম্বারস নাইট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মে) নগরীর আগ্রাবাদ এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীতানুষ্ঠান, র‍্যাফেল ড্র’র ছাড়াও অতিথি এবং মেম্বারদের মধ্যে উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই চট্টগ্রামের ফাউন্ডার প্রেসিডেন্ট ও জেসিআই বাংলাদেশের সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। এছাড়া বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই চট্টগ্রামের সাবেক প্রেসিডেন্ট জসীম আহমেদ।

অনুষ্ঠানে জেসিআই চট্টগ্রামের ২০২৩ প্রেসিডেন্ট রাজু আহমেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গোলাম সরওয়ার চৌধুরী, জেনারেল লিগ্যাল কাউন্সেল প্রকৌশলী এস এম ইশতিয়াক, ট্রেজারার আয়াজ ইসলাম চৌধুরী, লোকাল ট্রেনিং অফিসার প্রকৌশলী আশরাফ বান্টি, ডিরেক্টর ফারিয়া আকবর রিয়া, শফিউল হোসেন চৌধুরী, শাহেদ আলী সাকি, জুয়েল রহমান, ইয়ুথ এনগেজমেন্টে জুবায়ের খান, ইভেন্ট ম্যানেজমেন্টে শাহনেওয়াজ শিপন, পিআর এন্ড মিডিয়া তৈয়বুর রহমান জাওয়াদ এবং মেম্বাররা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট