জমকালো আয়োজনে শেষ হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ এলামনাই’র তিনদিন ব্যাপী বৈশ্বিক পুনর্মিলনী। রবিবার (২৮ মে) নিউ ইয়র্কের লা গুয়ার্ডিয়া মেরিয়ট হোটেলে বিভিন্ন অধিবেশনের মাধ্যমে এই পুনর্মিলনী শেষ হয়।
সমাপনী দিনের প্রথম পর্বে ছিল বৈজ্ঞানিক অধিবেশন। অধিবেশনে বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ করা হয়। দ্বিতীয় পর্বে ছিল নৈবিহার ও ঐতিহ্যবাহী মেজবান। সন্ধ্যায় সমাপনী পর্বে ছিল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্যাম্পাসের স্মৃতিচারণ। আনুষ্ঠানিক সমাপ্তির পরও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাক্তন ছাত্র-ছাত্রীরা ভোররাত অবধি আড্ডা আর গানে-গানে অনুষ্ঠানস্থল মাতিয়ে রাখেন। তিনদিন ব্যাপী এই অষ্টম বৈশ্বিক পুনর্মিলনীতে চট্টগ্রাম মেডিকেল কলেজের তৃতীয় ব্যাচ থেকে ৫৮তম ব্যাচের ছাত্র-ছাত্রীরা যোগ দেন। যা ছিল ছিল প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ভ্রাতৃত্ববন্ধনের এক অপূর্ব স্বাক্ষর।
পূর্বকোণ/এএইচ