চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

চবির ‘ডি’ ইউনিটে পাশ ৩৩ শতাংশ

চবি সংবাদদাতা

২৭ মে, ২০২৩ | ৯:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাশ করেছে ১৩ হাজার ৫৭ জন শিক্ষার্থী। যা শতকরা হিসেবে মাত্র ৩২ দশমিক ৮৩ শতাংশ। ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছেন ২৬ হাজার ৭১৩ জন শিক্ষার্থী। শতকরা হিসেবে যা ৬৭ দশমিক ১৭ শতাংশ।

 

শনিবার (২৭ মে) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ‘ডি’ ইউনিটের কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।

 

তিনি বলেন, ডি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। ৩৯ হজার ৭৭০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ৫৭ জন। বাকিরা ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে অনুত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৩২ দশমিক ৮৩ শতাংশ।

 

এর আগে গত ২২ ও ২৩ মে চার শিফটে ‘ডি’ ইউনিটেরর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট