চট্টগ্রামে কবি নজরুলের স্মৃতিবিজড়িত স্থানগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’ সংগঠন। বৃহস্পতিবার বিকেলে নগরীর দোস্তবিল্ডিং কার্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’ বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভায় এই দাবি জানান সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।
সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আবদুল মালেক খান, এডভোকেট সাইফুন নাহার খুশী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া,কামাল উদ্দিন, রাজীব চন্দ, দীপন দাশ, নবী হোসেন সালাউদ্দিন, শিলা চৌধুরী, নাছির আলী পান্না, এম এ খালেক, এস এম রাফি, নুসরাত জাহান, কোহিনুর আকতার কনা, শাহরিয়ার মুনতাসীর মাহি, মহিম উদ্দিন, মো. সাহেদ প্রমুখ।
পূর্বকোণ/আরআর/এএইচ