চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

বোয়ালখালীতে সড়কে ষাঁড় রেখে পালালো চোর

বোয়ালখালী সংবাদদাতা

২৪ মে, ২০২৩ | ৬:১২ অপরাহ্ণ

বোয়ালখালীতে গোয়াল ঘর থেকে ষাঁড় চুরি করে সড়কে রেখে পালিয়ে গেছে চোর। বুধবার (২৪ মে)  ভোর সাড়ে ৪টার দিকে পূর্ব আমুচিয়া বড়ুয়া পাড়ার বঙ্কিম বড়ুয়ার গোয়ালঘর থেকে একটি ষাঁড় চুরি হয়। তবে ষাঁড়টি সারোয়াতলী পিসি সেন উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে রেখে পালিয়ে গেছে চোর।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবু জাফর তালুকদার বলেন, চোরের দল ষাঁড় গোয়ালঘর থেকে চুরি করলেও নিয়ে যেতে পারেনি। ষাঁড়ের মালিক বঙ্কিম বড়ুয়াকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ষাঁড়টির আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা হবে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, ষাঁড় চুরি করলেও পুলিশি টহলের কারণে নিয়ে যেতে পারেনি। ভয়ে সড়কে রেখেই পালিয়েছে চোর। ষাঁড়টি ইউপি সদস্যের মাধ্যমে দুপুরে হস্তান্তর করা হয়েছে মালিকের কাছে। উপজেলার প্রতিটি সড়কে পুলিশি টহল জোরদার রয়েছে। 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট