চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

মুড়ির মোয়ার ভেতরে ৩৬ লাখ টাকার ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২৩ | ২:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলি এলাকা থেকে ১২ হাজার ইয়াবাসহ প্রিয়তোষ মজুমদার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৭। আটক প্রিয়তোষ আনোয়ারা উপজেলার মধ্যম বারখাইন থানার মানিক মজুমদারের ছেলে।

 

রবিবার (২১ মে) বিকাল ৫টায় কর্ণফুলীর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কিছু মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে বাসযোগে চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল বিকেল ৫টায় কর্ণফুলী থানার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় চেকপোস্টে একটি বাসকে থামার সংকেত দিলে বাস থেকে নেমে সুকৌশেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে প্রিয়তোষ। পরে তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা একটি ব্যাগে মুড়ির মোয়ার ভিতরে বিশেষ কৌশলে রক্ষিত ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

 

তিনি আরও জানান, আটক প্রিয়তোষ কক্সবাজার থেকে কম দামে মাদক কিনে এনে চট্টগ্রামে বিক্রি করতো। সে বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে মাদক পাচার করতো। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা। আটক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট