চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে কমিউনিটি সুরক্ষা বিষয়ক অবহিতকরণ সভা

টেকনাফ সংবাদদাতা

২১ মে, ২০২৩ | ৯:১৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে কমিউনিটির জন্য সুরক্ষা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিট কতৃক বাস্তবায়িত এবং পাইলট প্রোগ্রাম্যাটিক পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

 

কক্সবাজার ইউনিট ল্যাভেল অফিসার সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কক্সবাজার রেডক্রিসেন্ট সোসাইটি ইউনিট সাধারণ সম্পাদক অনুক বড়ুয়া অপু, কক্সবাজার ইউনিট পিজিআই (প্রশিক্ষক) অফিসার আলমগীর হোসেন, টেকনাফ পৌরসভার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম, সিলেট মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট (এন্ড ইউএলও) পিপিপি প্রজেক্ট প্রমি ফিল্ড অফিসার আশরাদুল হায়দার কমিউনিটির জন্য সুরক্ষা বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্তমূলক আলোচনা করেন।

 

এতে টেকনাফ উপজেলা পৌরসভাসহ ৭ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউনিট পর্যায়ে ৪৫ জন বিভিন্ন পেশাজীবী, শিক্ষক, ইমাম, সাংবাদিক ও জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট