চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

শ্বাসরোধে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২৩ | ৬:৫৪ অপরাহ্ণ

২০১৬ সালের ১৫ অক্টোবর নগরীর পশ্চিম মোহরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে মো. রিদোয়ানুল হক ওরফে সোহেল রানাকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ মে) চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক বেগম সিরাজাম মুনীরা এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী দীর্ঘতম বড়ুয়া দীঘু।

দণ্ডপ্রাপ্ত সোহেল কক্সবাজারের মহেশখালী উপজেলা কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের মোক্তার আহাম্মদের ছেলে। ঘটনার সময় তিনি স্ত্রীকে নিয়ে চট্টগ্রাম মহানগরীর পশ্চিম মোহরা এলাকায় বসবাস করতেন।

আইনজীবী দীর্ঘতম বড়ুয়া দীঘু বলেন, নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী মো. রিদোয়ানুলকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে মৃত্যুদণ্ডের পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৫ অক্টোবর পশ্চিম মোহরা প্রাথমিক বিদ্যালয়ের পেছনে মোহাম্মদ হোসেনের ভাড়া বাসার বাথরুম থেকে গলায় ওড়না প্যাঁচানো অর্ধঝুলন্ত অবস্থায় শানু আকতার নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় গৃহবধূ শানু ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার ঠোঁটে রক্তাক্ত জখম ছিল। এ ঘটনায় ভিকটিমের ভাই ইসকান্দর বাদী হয়ে স্বামী রিদোয়ানুলকে আসামি করে চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট