চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সিজেকেএস কারাতে লিগের উদ্বোধন

৫ মে, ২০১৯ | ১:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস জিমন্যাশিয়ামে ৩ মে সিজেকেএস কারাতে লিগের উদ্বোধন করা হয়। সিটি মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে এ লিগের উদ্বোধন করেন। সিজেকেএস যুগ্ম সম্পাদক ও কারাতে কমিটির চেয়ারম্যান শাহজাদা আলম এর সভাপতিত্বে এবং কারাতে কমিটির ভাইস চেয়ারম্যান কাজী রাশেদ আলী জাহাঙ্গীর এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, মনোরঞ্জন দে, সিজেকেএস কাউন্সিলর প্রবীন কুমার ঘোষ, মো. হারুনুর রশিদ, সাইফুল আলম বাপ্পি, কারাতে কমিটির ভাইস চেয়ারম্যান রতন তালুকদার, মারিয়া চক্রবর্ত্তী, যুগ্ম সম্পাদক তুলু-উশ-সামস, সদস্য এম. এ. হান্নান (কাজল), আবুল বশর রনি, জুয়েল ওসমানি প্রমূখ। লীগে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয় কারাতে দলের সিনিয়র প্রশিক্ষক তেৎসুরো কিতামুরা।
উদ্বোধনী দিনে বিভিন্ন ফলাফলে, একক কাতা (মহিলা) ইভেন্টে নাছিমা আক্তার জুই ১ম, সাজেদা আক্তার ২য় এবং যুগ্নভাবে ফারজানা আক্তার-সুবাইতা-উন-নূর ৩য় হয়। একক কাতা (পুরুষ) ইভেন্টে ফাহাদ ১ম, আনোয়ার ২য় এবং যুগ্মভাবে নাঈম-জহির ৩য় হয়। কুমিতে -৫০ কেজি মহিলা: সাজেদা আক্তার ১ম, রাহেলা আক্তার ২য়, জারিয়া আক্তার-ফায়রুজ মালিহা যুগ্ম ভাবে ৩য় হয়। কুমিতে -৫৫ কেজি পুরুষ: হোসেন আলী ১ম, তামীম ২য়, আজাদ-আব্দুল মারেক যুগ্ম ভাবে ৩য় হয়েছেন। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট