চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে শ্রমিক লীগের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক

১ মে, ২০২৩ | ৩:১৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর নতুন রেলওয়ে স্টেশন এলাকায় মে দিবসের অনুষ্ঠানে রেলওয়ে শ্রমিক লীগের দু’পক্ষের মারামারির ঘটনায় মিজান (৩০) নামে এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

 

ছুরিকাঘাতে আহত যুবক পূর্ব মাদারবাড়ির ৩০ নম্বর ওয়ার্ডের মো. নাসিরের ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ড ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

 

আজ সোমবার (১ মে) সকাল ১১টায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মে দিবস উপলক্ষে সোমবার সকালে রেলওয়ে শ্রমিক লীগ ওই এলাকায় আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য চলাকালে রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সিরাজুল ইসলামের গ্রুপের সঙ্গে অলিউল্লাহ সুমনের গ্রুপের হাতাহাতি হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হয়েছেন।

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, সকালে প্ল্যাটফর্মের ভেতর শ্রমিক লীগের মে দিবসের অনুষ্ঠান চলছিল। হঠাৎ সিরাজুল ইসলামের গ্রুপের সঙ্গে অলিউল্লাহ সুমনের গ্রুপের মধ্যে তর্কাতর্কি থেকে হাতাহাতি হয়। এতে কয়েকজন আহত হয়েছেন।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট