চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

বাংলাদেশের রেকর্ডের দিনে পাত্তাই পেল না আইরিশরা

স্পোর্টস ডেস্ক

২৯ মার্চ, ২০২৩ | ৮:৩৬ অপরাহ্ণ

বাংলাদেশের রেকর্ডময় দিনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সহজেই হেরে গেল আয়ারল্যান্ড। সাকিবদের দেয়া ২০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে সাকিবের বিধ্বংসী বোলিংয়ে ১২৫ রানে থামে সফরকারীদের ইনিংস। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। টাইগারদের পক্ষে সাকিব ২২ রানে ৫ উইকেট লাভ করেন।

 

২০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারের প্রথম বলেই উইকেট হারায় আয়ারল্যান্ড। তাসকিন আহমেদ সাজঘরের পথ দেখান আইরিশ অধিনায়ক স্টার্লিংকে। পরের ওভারে সাকিব আল হাসানেরও প্রথম বলে উইকেট। সাকিবের স্লোয়ারে বিভ্রান্ত হয়ে ক্যাচ তুলে দেন টাকার। ৭ রানে ২ উইকেট হারায় আইরিশরা।

 

নাসুমের ওভারের পর জোড়া আঘাত হানেন সাকিব। ওভারের প্রথম বলে বোল্ড করেন অ্যাডায়ারকে ও শেষ বলে লিটনকে ক্যাচ দেন গ্যারেথ ডেলানি। নিজের পরের ওভারে এসে আবারও জোড়া শিকার সাকিবের। ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউ করেন জর্জ ডকরেলকে। আর শেষ বলে টেক্টরকে করেন বোল্ড। এতে আন্তর্জাতিক ক্যারিয়ারে দ্বিতীয় ফাইফারও হয়ে যায় সাকিবের।

 

এরপর কুর্তিস ক্যাম্ফার ঝোড়ো এক ফিফটি করে পরাজয়ের ব্যবধান কিছুটা কমান। সাকিব আল হাসান ২২ রানে নেন ৫টি উইকেট। ২৭ রানে ৩ উইকেট শিকার তাসকিনের।

 

এর আগে, বুধবার (২৯ মার্চ) টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তুলেন দুই ওপেনার লিটন কুমার দাস ও রনি তালুকদার। ৯ দশমিক ২ ওভারে উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ১২৪ রান এনে দেন দুজন। ব্যাট হাতে ঝড় তুলে রনি তালুকদার ২৩ বলে ৪৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। দ্বাদশ ওভারে ফিরেছেন লিটনও। ৪১ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন তিনি। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা।

 

উদ্বোধনী জুটিতে ১২৪ রান করার মধ্য দিয়ে রেকর্ড গড়েন লিটন কুমার দাস ও রনি তালুকদার। টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে এটাই বাংলাদেশ দলের সর্বোচ্চ রানের জুটি। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্টেডিয়ামে মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার ১০২ রানের জুটি গড়েন। এতদিন সেটাই ছিল টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের জুটি।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট