চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ মে, ২০২৪

বায়েজিদে গাড়ির জাল ডকুমেন্টস ও ডুপ্লিকেট নাম্বার প্লেটসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০২৩ | ১০:০৯ অপরাহ্ণ

বায়েজিদে গাড়ির জাল ডকুমেন্টস ও ডুপ্লিকেট নাম্বার প্লেটসহ মো. ফরিদুল আলম নামের এক  যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে দশটার সময় তাকে বায়েজিদ থানাধীন ভালিকা মোড় থেকে আটক করা হয়। মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি পুলিশ পরিদর্শক মো. মোক্তার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন ভালিকা মোড়স্থ তানজিনা স্টোর নামে দোকানের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে ২টি ডুপলিকেট নাম্বার প্লেইট, একটি টেক্স টোকেন, একটি ফিটনেস সনদপত্র ও অন্যান্য ভুয়া এবং জাল ডকুমেন্টসহ মো. ফরিদুল আলমকে আটক করা হয়। তার বিরুদ্ধে বায়েজিদ থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট