
গত ১৯ ফেব্রুয়ারি কালশী ফ্লাইওভার ও কালশী থেকে ইসিবি চত্বর পর্যন্ত সম্প্রসারিত রাস্তার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালশী বালুমাঠে হওয়া এ অনুষ্ঠানে ব্যানারসহ অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানা শাখার আহ্বায়ক সাজ্জাদ হোসেন। বিষয়টি দলের দৃষ্টিগোচর হলে সাজ্জাদকে শোকজ করা হয় বলে জানান ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক। এবার তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি।
গতকাল সোমবার (৬ মার্চ) ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপি-ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানার আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেনকে দলীয় পদ হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। বিএনপি-ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ্ আমান ও সদস্যসচিব আমিনুল হক এ সিন্ধান্ত অনুমোদন করেন।
আমিনুল হক বলেন, দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও সাজ্জাদ হোসেনের প্রাথমিক সদস্য পদ এখনো আছে।
এ বিষয়ে জানতে চাইলে সাজ্জাদ হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অব্যাহতিপত্র হাতে পাওয়ার পর এ ব্যাপারে আমি বলব, তাছাড়া কিভাবে বলব?’
দলীয় পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত সাজ্জাদ হোসেন ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি একজন জনপ্রতিনিধি। এ হিসেবে উত্তরের মেয়র যেভাবে আমাকে অংশ নিতে বলেছেন, আমি সেইভাবে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। যারা ভোট দিয়েছে, তাদের কাজ করতে হবে না?’
পূর্বকোণ/মামুন/এএইচ