
চট্টগ্রামের পটিয়া থেকে চারজন জঙ্গিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব জানায়, আটককৃতরা নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায় নি।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, আটককৃতরা ইতোমধ্যে সশস্ত্র প্রশিক্ষণে অংশ নিয়েছেন। জঙ্গিবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে তথাকথিত হিজরতের নামে তারা এ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
পূর্বকোণ/এএইচ