চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

চট্টগ্রামে ১৫ মোবাইল নিয়ে দুই চোর ধরা

নিজস্ব প্রতিবেদক

২ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের চান্দগাঁওয়ে ১৫টি চোরাই মোবাইলসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় চান্দগাঁওয়ের মৌলভী পুকুরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করেছেন গোয়েন্দা উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান।

আটককৃতরা হল- চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানার মৃত আবুল কাশেমের ছেলে মিনহাজুল ইসলাম (৩২)। সে মৌলভী পুকুরপাড় এলাকার মৌলভী বাড়ির নীচ তলায় ভাড়ায় থাকে। অপরজন মৌলভী বাড়ির মালিক আব্দুল সবুরের ছেলে মো. জয়নাল আবেদীন (৩৮)।

পুলিশ জানায়, আটককৃতরা মোবাইলগুলো বিভিন্ন জেলা শহর থেকে চুরি করে নগরীতে নিয়ে আসে। পরে নগরীর চোরাই মোবাইল ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট