চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রেলের ১,১৪০ হেক্টর জমি বেদখলে : সংসদে রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২৩ | ১০:৫৭ অপরাহ্ণ

রেলওয়ের ১ হাজার ১৪০ দশমিক ৫৩ হেক্টর জমি বেদখলে রয়েছে বলে সংসদকে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বেদখলে থাকা জমির মধ্যে পূর্বাঞ্চলের ৯৬ দশমিক ৪৩২ হেক্টর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় এক হাজার ৪৪ দশমিক ১০৩ হেক্টর বলে জানান তিনি। 

আজ রোববার সংসদের বৈঠকে আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হাবিব হাসানের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এ তথ্য জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

 

একই প্রশ্নের জবাবে মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ের মোট রেলভূমির পরিমাণ ৫৮ হাজার ৪৬৯ দশমিক ৯,১৪৯ একর। এর মধ্যে লিজ দেওয়া হয়েছে ১৫ হাজার ৮৯ দশমিক ২২১৩ একর। 

মন্ত্রী জানান, বেদখলকৃত নিয়মিত রেলভূমি অবৈধ দখলমুক্ত করার জন্য উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করা হয়। বেদখল হওয়া জমিতে দোকান, শিক্ষাপ্রতিষ্ঠান, বস্তি, ঘরবাড়ি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান, ক্লাব ইত্যাদি রয়েছে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট