চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্প শুরু শুক্রবার

স্পোর্টস ডেস্ক

২০ আগস্ট, ২০১৯ | ১:৫৭ পূর্বাহ্ণ

২০২২ কাতারবিশ্বকাপবাছাইয়েরদ্বিতীয়রাউন্ডেআফগানিস্তানেরবিপক্ষেম্যাচসামনে রেখেআগামীশুক্রবার থেকে ক্যাম্পশুরুকরবেবাংলাদেশ দল। আগামী ১০ সেপ্টেম্বরতাজিকিস্তানের দুশানবেতেপ্রথম লেগেমুখোমুখিহবে দুই দল। এ ম্যাচসামনে রেখেকদিনআগে ২৫ জনেরপ্রাথমিক দল দিয়েছেবাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল সোমবারসভা শেষেন্যাশনালটিমসকমিটির চেয়ারম্যানকাজীনাবিলআহমেদ জানালেনআফগানিস্তানম্যাচেরআগেতাজিকিস্তানে দুটিপ্রস্তুতিম্যাচ খেলারপরিকল্পনারকথা। ‘আগামী ২৩ আগস্ট ক্যাম্পশুরুহবে। এএফসিকাপেরকারণেআবাহনীলিমিটেডের খেলোয়াড়রাক্যাম্পে পরে যোগদিবে। কোচরাচলেএসেছেন। মিটিংয়েতারাওছিলেন। শুরুরদিকেক্যাম্পে না থাকাআবাহনীর খেলোয়াড়দেরএএফসিকাপেরপারফরম্যান্সতারাপর্যবেক্ষণকরবেন।’‘আমরাপরিকল্পনাকরেছি, দল ১ সেপ্টেম্বরতাজিকিস্তানেরওনা দেবে। সেখানে ৩ ও ৫ সেপ্টেম্বর স্থানীয়লিগের যে কোনো দুটি দলের দুটিপ্রস্তুতিম্যাচআয়োজনের চেষ্টাকরছি। এ ব্যাপারে ওদের ফেডারেশনের সঙ্গে কথাচলছে। তারাজানিয়েছেক্লাবগুলোনিশ্চিতকরলেআমাদেরজানাবে।’‘ওখানেটার্ফে খেলাহবে। একারণেআমরাএকটুআগেযাচ্ছি। যাতেকরে ছেলেরাটার্ফ, আবহাওয়া, কন্ডিশনের সঙ্গে মানিয়েনিতেপারে। দলের প্রস্তুতিরজন্য আমরা সব কিছুকরছি।’ ‘এ বছরআমাদেরবাছাইয়েরচারটাম্যাচআছে। তবেআমরাপ্রথমম্যাচনিয়ে এ মুহূর্তে ভাবছি। দল ভালো অবস্থানেআছে। কোচরাওবলেছেনতারাজয়েরজন্য আশাবাদী। তবে ছোটখাটঅনেকবিষয়ওম্যাচেরভাগ্য গড়ে দেয়। আল্লাহসহায় থাকলেআমরাভালোকিছু পেতেপারি।’আগামীকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেএএফসিকাপেরম্যাচেউত্তর কোরিয়ার দল এপ্রিল টোয়েন্টিফাইভ স্পোর্টসক্লাবেরমুখোমুখিহবেআবাহনী। এ ম্যাচের পর আফগানিস্তানম্যাচের দল চূড়ান্তকরাহবেবলেওজানাননাবিল। বাছাইপর্বেরদ্বিতীয়রাউন্ডেবাংলাদেশের সঙ্গে ‘ই’ গ্রুপেপড়েছেআফগানিস্তান, ভারত, ওমান ও বিশ্বকাপের স্বাগতিককাতার।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট