চট্টগ্রাম শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

রাঙ্গুনিয়ার গোডাউন পশুর বাজারে আকর্ষণ গয়াল

নিজস্ব সংবাদদাতা , রাঙ্গুনিয়া

১১ আগস্ট, ২০১৯ | ২:০৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার বিভিন্ন বাজারে পশুর জমজমাট বেচাকেনা চলছে। উপজেলার অন্যতম বড় পশুর বাজার গোডাউন। এখানে গত ১০ দিন ধরে বাজার বসলেও মূলত শুক্রবার থেকে শুরু হয়েছে জমজমাট বেচাকেনা। এই বাজারে ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে গয়াল। উপজেলার পদুয়া থেকে রাঙ্গুনিয়ার সাংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদের খামার থেকে এই গয়াল বিক্রির জন্য আনা হয়েছে। বিক্রির জন্য আনা আনুমানিক ১২ মন ওজনের এই গয়ালের দাম হাঁকা হয়েছে ৪ লাখ টাকা। ইতোমধ্যেই কেউ কেউ এই গয়ালটি ৩ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত দরদাম করেছেন।
গয়ালটি বিক্রি করতে আসা মোহাম্মদ ইয়াছিন জানান, রাঙ্গুনিয়ার পদুয়া ১০মাইল সুখবিলাস বাজারের পাশে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপির ছোট ভাই এরশাদ মাহমুদের গয়ালের খামার রয়েছে। এই খামার থেকে গয়ালটি বিক্রির জন্য এখানে আনা হয়েছে। গয়ালটির দাম দেয়া হয়েছে ৪ লাখ টাকা। ক্রেতারা ৩ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত দরদাম করেছেন। এরশাদ মাহমুদের এই খামার থেকে এবারের কোরবানিতে চট্টগ্রাম এবং ঢাকার বিভিন্ন পশুর হাটে বিক্রির জন্য গয়াল পাঠানো হয়েছে। সপ্তাহ খানেক আগে ৬টি এবং গতকাল ২টি গয়াল সহ সর্বমোট ৮টি গয়াল ঢাকায় পাঠানো হয়েছে। তবে অধিকাংশ গয়াল আগ্রহীরা খামারে গিয়েই কিনে নিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত সর্বমোট ২০টি গয়াল বিক্রি হয়েছে। গয়ালগুলো বিক্রি হচ্ছে আড়াই থেকে ৩ লাখ, সাড়ে ৩ লাখ এবং সর্বোচ্চ ৪ লাখ টাকা পর্যন্ত।
গোডাউন বাজারের ইজারাদার মো. তৈয়বুল ইসলাম ও মো. খাইরুল ইসলাম বলেন, বাজারে উঠা এরশাদ মাহমুদের গয়ালকে ঘিরে সাধারণের মাঝে তীব্র উৎসাহ দেখা গেছে। না কিনলেও এসব গয়াল দেখতে মানুষ ভিড় জমাচ্ছেন গয়াল রাখা প্যান্ডেলে।’
এদিকে এই বাজারে গত শুক্রবার থেকে পশু বিক্রির পুরাদমে শুরু হয়েছে। গতকাল শনিবার প্রচুর গরু বিক্রি হতে দেখা গেছে। তাই শেষ মুহূর্তে বেশ জমজমাট বেচাকেনা চলছে গোডাউন বাজারে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট