অনেকেরই এলার্জির সমস্যা আছে। বিশেষ করে রাস্তাঘাটে বের হলে কিংবা ঘরবাড়ি পরিষ্কার করতে গেলে তাদের হাঁচি-কাশি দেখা দেয়। কারও কারও ক্ষেত্রে চোখ থেকে অনবরত পানি পড়াও ডাস্ট অ্যালার্জির অন্যতম লক্ষণ। ধুলার মধ্যে থাকা নানা জীবাণুর কারণে এমন সমস্যা হয়ে থাকে। বাড়াবাড়ি রকমের এলার্জি হলে শ্বাস বন্ধ হয়ে আসে, ত্বকে র্যাশও দেখা যায় অনেকের ক্ষেত্রে।
যারা এই ধরনের সমস্যায় ভোগেন তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি খাদ্যতালিকায় এমন কিছু উপাদান রাখা উচিত যা এলার্জির সমস্যার বিরুদ্ধে শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে। যেমন-
গ্রিন টি: দিনে দু’তিন বার গ্রিন টি খেতে পারেন। এতে থাকা এন্টি-অক্সিড্যান্ট এলার্জির সমস্যার সঙ্গে লড়তে সাহায্য করে। চোখে লাল ভাব, র্যাশ বেরোনোর সমস্যা রুখতে এটি বিশেষ কার্যকর।
দুগ্ধজাত পদার্থ: খাদ্যতালিকায় টক দই, ছানা রাখুন। এসব খাবারে থাকা প্রোবায়োটিক উপাদান অসুখের জীবাণুর সঙ্গে যেমন লড়ে, তেমনই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে ধুলোবালি থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে।
হলুদ: হলুদে থাকা এন্টিব্যাক্টেরিয়াল গুণ এলার্জি প্রতিরোধে সাহায্য করে। ধুলোবালিতে এলার্জির থাকলে রোজ নিয়ম করে গরম দুধে এক চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে খাওয়ার অভ্যাস করুন। উপকার পাবেন।
দারুচিনি: এই উপাদানটিও শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এজন্য প্রতিদিন দারুচিনি দেওয়া চা রাখতে পারেন। এতে শরীর থেকে দূষিত পদার্থগুলি দূর হয়। সেই সঙ্গে এলার্জির সমস্যাও কমে।
বাদাম: রোজ নিয়ম করে কাজু, আখরোট, কাঠবাদাম খাওয়ার চেষ্টা করুন। এসব শুকনো ফল রোগপ্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে।
পূর্বকোণ/সাফা/পারভেজ