চট্টগ্রাম রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

বাড়ি ফেরা হল না শহিদুলের, কাভার্ড ভ্যানের ধাক্কায় মৃত্যু

মিরসরাই সংবাদদাতা

২৬ আগস্ট, ২০২২ | ৭:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় শহিদুল ইসলাম নয়ন ভূঁইয়া (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে বারইয়ারহাট-করেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী এলাকার নুর আলমের ছেলে। তিনি নিজামপুর সরকারি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুপন চন্দ্র। পূর্বকোণকে তিনি বলেন, বারইয়ারহাট বাজারে কাজ শেষে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন নয়ন। পথিমধ্যে একটি কাভার্ড ভ্যান তার সাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শহিদুলের মৃত্যু হয়।

শহিদুলের চাচাতো ভাই সবুজ বলেন, পারিবারিক কাজে দুপুরে নয়ন বাইসাইকেলযোগে বারইয়ারহাট বাজারে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে বারইয়ারহাট-করেরহাট সড়কের চিনকিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

পূর্বকোণ/মিঠু/মামুন/পারভেজ

শেয়ার করুন