চট্টগ্রাম রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

করোনার সংক্রমণ বাড়ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

১৩ জুন, ২০২২ | ২:৪৭ অপরাহ্ণ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়েছে, সবাইকে সতর্ক থাকতে হবে। মাস্ক পরা ভুলে গেলে চলবে না, আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই।’

সোমবার (১৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সামনে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে কোভিড কিছুটা বেড়েছে। কয়েক মাস আমরা দেখেছি দৈনিক ৩১ থেকে ৩৫ জন সংক্রমিত হত। গতকাল (রবিবার) ১০৯ জন সংক্রমিত হয়েছে, সেই তুলনায় বেশ বেড়েছে। আমরা একটা স্বাভাবিক অবস্থায় আছি, আমরা যাতে অস্বাভাবিক অবস্থায় না যাই, সেই বিষয়ে সবার প্রচেষ্টা দরকার।’

 

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে মন্ত্রীরা আক্রান্ত হচ্ছেন, বিশিষ্ট ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তাই সবাইকে অনুরোধ করছি মাস্ক পড়বেন, হাত স‌্যানিটাইজ করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, টিকা না নিয়ে থাকলে টিকা নেবেন।’

স্বাস্থ্য অধিদপ্তরের রবিবারের বিজ্ঞপ্তিতে ২৪ ঘন্টায় ১০৯ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার কথা জানা যায়। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ১১৫ জনে। শনাক্তের হার ২ দশমিক ০৬ শতাংশ। শনাক্তের সংখ্যা ও হার দুটোই বেশ কিছুদিন ধরে বাড়ছে। গতকাল অবশ্য করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত আছে।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট