
চট্টগ্রামের বায়েজিদ থানাধীন মাঝিরঘোনায় পাহাড় কাটার সময় ৪ জনকে আটক করেছে পরিবেশ অধিদপ্তর ও পুলিশ। বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১২টায় তাদের আটক করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের নগরের সহকারী পরিচালক আবদুল মতিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পাহাড় কাটা হচ্ছে এমন খবর পেয়ে পুলিশের সহযোগিতায় মাঝিরঘোনা এলাকায় অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটার সময় ৪ জনকে আটক করা হয়। তাদের থানায় সোপর্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
পূর্বকোণ/পিআর/এএইচ