চট্টগ্রাম বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

জলবায়ু পরিবর্তনকে ‘দুর্যোগ’ ঘোষণা যুক্তরাজ্যের

৩ মে, ২০১৯ | ১:৫৪ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনার ডেস্ক : যুক্তরাজ্যে জলবায়ু পরিবর্তনকে ‘দুর্যোগ’ ঘোষণার ব্যাপারে একমত হয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। তবে এই আইনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকার পদক্ষেপ নিতে বাধ্য থাকবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সোমবার (১৫ এপ্রিল) অধিকার কর্মীদের বিক্ষোভে অচল হয়ে পড়ে লন্ডন। সেন্ট্রাল লন্ডনে জড়ো হয়ে বড় ধরনের বিক্ষোভ করেন তারা। তাদের দাবি, জলবায়ু পরিবর্তনকে দুর্যোগ হিসেবে ঘোষণা করতে হবে। মার্বেল আর্চ, অক্সফোর্ড সার্কাস, পিকাডিকালি সার্কাস ও পার্লামেন্ট স্কয়ারের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬৮২ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করে লন্ডন পুলিশ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট