চট্টগ্রাম রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

চাঁদে অভিযানের দিন ঘোষণা করল ইসরো

৩ মে, ২০১৯ | ১:৪৭ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনার ডেস্ক : ২০১৯-এ চাঁদের মাটি ছোঁবে ভারত। এমন জল্পনা আগেই তৈরি হয়েছিল। তবে এবার দিনক্ষণ জানিয়ে দিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। বুধবার ইসরোর তরফ থেকে দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ভারতীয় মহাকাশ সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর চাঁদের মাটি ছোঁবে ভারতের মহাকাশযান।
ইসরোর তরফে বুধবার জানানো হয়েছে, আগামী ৯ জুলাই থেকে ১৬ জুলাইয়ের মধ্যে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপন করা হবে চন্দ্রযান- ২। জিএসএলভি মার্ক থ্রি রকেটে মহাকাশে পাঠানো হবে ওই যানটিকে।

শেয়ার করুন