চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

আইএসডিই’র জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

‘সবার জন্য খাদ্য ও পুষ্টির নিরাপত্তা চাই’

১ মে, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

পুষ্টি উন্নয়নের বুনিয়াদ ও ‘খাদ্যের কথা ভাবতে হলে পুষ্টির কথাও ভাবুন’ এ শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ভিডিও প্রদর্শন, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে বেসরকারি সমাজ উন্নয়ন প্রতিষ্ঠান আইএসডিই বাংলাদেশ।
সিএসএ-সান বাংলাদেশের সহযোগিতায় ২৯ এপ্রিল নগরীর রৌফাবাদ বিহারী কলোনীতে এ উপলক্ষে ভিডিও প্রদর্শনী, র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিভাগীয় স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খাইরুল বাশার, সমাজ সেবা কর্মকর্তা নবিউল ইসলাম, ক্যাব নগর কমিটির যুগ্ম সম্পাদক জানে আলম, রৌফাবাদ বিহারী কলোনীর চেয়ারম্যান আনোয়ার হোসেন, শাকিল আহমেদ মুন্না, জাবেদ আলম শাহীন, রেশমী আখতার, মুক্ত শেখ মুক্তি প্রমুখ।
সভায় বক্তারা সবার জন্য নিরাপদ খাদ্য ও পুষ্টির নিরাপত্তা বিধান, সকল বয়সী মানুষের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত, বিশেষ করে শিশুদের জন্য সুষম খাদ্যের নিশ্চয়তা বিধানের সরকারি বেসরকারি উদ্যোগের দাবি জানান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট