চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

মুখ খুললেন শ্রাবন্তী

১ মে, ২০১৯ | ১:৩০ পূর্বাহ্ণ

তৃতীয়বারের মতো বিয়ে করেছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই বিয়ে নিয়ে
আলোচনার শেষ নেই। ছিলো সংশয়ও। শেষ পর্যন্ত সব আলোচনাই থামিয়ে দিলেন শ্রাবন্তী। নিজেই জানালেন তৃতীয় বিয়ে ও স্বামী রোশানের কথা।
গত ১৯ এপ্রিল বিয়ে শেষে কলকাতায় ফিরে এসেছেন এই অভিনেত্রী। এসেই মুখোমুখি হয়েছেন কলকাতা টাইমসের। সেখানে দীর্ঘ সাক্ষাৎকারে তৃতীয় বিয়ের কথা স্বীকার করেছেন। জানিয়েছেন নতুন স্বামী নিয়ে অনেক অজানা কথা। শ্রাবন্তী জানান, স্বামীকে তিনি ‘আদু’ নামে ডাকেন। আর রোশান তাকে ‘নাদু’ নামে ডাকে। দুজনের মধ্যে দারুণ সম্পর্ক তাদের। গত বছর ৭ জুলাইয়ের পর থেকে তাদের মন বিনিময় হয়।
মজা করে এটাও জানালেন, নজর লেগে যায় বলে গোপনে বিয়ে করেছেন তিনি। তার ভাষ্য, ‘কলকাতায় আমার অনেক শুভাকাঙ্খী আছে। আমি চাইনি আমার জীবনে কেউ হস্তক্ষেপ করুক। আমি জ্যোতিশাস্ত্র বিশ্বাস করি। আমার একজন গুরু আছেন। তিনি আমাকে বলেছিলেন যে, আমি যেন আমার বিয়ের ব্যাপারে কাউকে না বলি। এমনকি এটাও বলেছিলেন যে, আমি যেন বাঙালি প্রথায় আগুনের সামনে বসে বিয়ে না করি। তাই আমি পাঞ্জাবি রীতিতে বিয়ের কাজ শেষ করেছি। সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এখন একটু শান্তিতে বাস করতে চাই।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট