চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

৩১ আগস্ট পর্যন্ত বাড়ল প্রাথমিক-কিন্ডারগার্টেনের ছুটি

অনলাইন ডেস্ক

৩০ জুলাই, ২০২১ | ১০:৪৭ অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের মত সব সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ সময় নিজেদের ও অন্যদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য শিক্ষার্থীদের বাসায় অবস্থান করতে হবে, পাশাপাশি অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।”

মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা পরিকল্পনা করেও শিক্ষা প্রতিষ্ঠান চালু করা সম্ভব হয়নি।

“শিক্ষার্থীরা যাতে বাসায় অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে, সে বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সংশ্লিষ্ট অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।” এমন ‍দিক নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট