ইন্টারন্যাশনাল ডেস্ক : শ্রীলঙ্কায় ইস্টার সানডে’র সিরিজ বিস্ফোরণের নেপথ্যে থাকা উগ্রবাদী গোষ্ঠীর সদস্যরা সে দেশে আবারও হামলা চালাতে নতুন কৌশল অবলম্বনের পরিকল্পনা করছে বলে দাবি করেছে সে দেশের নিরাপত্তা সূত্র। সামরিক পোশাক পরে গাড়িতে চড়ে এই হামলার পরিকল্পনা হয়েছে বলে দাবি করেছে নিরাপত্তা কর্মকর্তারা। পুলিশের একটি ইউনিটের পক্ষ থেকে আইনপ্রণেতা ও বিভিন্ন নিরাপত্তা দফতরে পাঠানো এক চিঠিকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার ও সোমবার এই হামলা হতে পারে। তবে রবিবার দিনটিতে কোনও হামলার মুখোমুখি হয়নি দেশটি।
রবিবার (২১ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলসহ আটটি স্থানে সিরিজ বোমা হামলায় অন্তত ২৫৩ জন নিহত হয়। হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।