চট্টগ্রাম শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

লাল-সবুজের গর্ব আশরাফুল

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২১ | ৫:৫৩ অপরাহ্ণ

নিজেকে আরো এগিয়ে নিলেন ফুটবল ফ্রিস্টাইলার আশরাফুল ইসলাম। ২০১৮ সালে প্রথমবারের মতো ফুটবল ফ্রিস্টাইলার হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেওয়া চট্টগ্রামের এ তরুণ গত একবছরে আরও তিনটি রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন।

সবার কাছে জোহান নামে পরিচিত আশরাফুল ইসলামের বাবা মো. শহীদুল ইসলাম। পরিবারের সদস্যদের নিয়ে তাঁদের বসবাস নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আশরাফুলের সর্বশেষ অর্জন গতবছরের ৩ অক্টোবর। ফুটবল ফ্রিস্টাইলে নতুন একটি ইভেন্ট মোস্ট ফুটবল ক্রসওভারে ১ মিনিটে ৪৬ বার নিয়ন্ত্রণের দক্ষতা দেখিয়ে রেকর্ডটি অর্জন করেন তিনি।

 

একইসময়ে ৪৫ করে আগের রেকর্ডটি ছিল এক ইতালিয়ানের দখলে। ২০১৮ সালে মোস্ট সাইড হেড কন্ট্রোল ট্রিকসে ১ মিনিটে ১০৪ বার নিয়ন্ত্রণ করে ক্যারিয়ারের প্রথম রেকর্ডটি গড়েছিলেন আশরাফুল। একই ইভেন্টে ৩০ সেকেন্ডে ৬৬ বার নিয়ন্ত্রণের দক্ষতা দেখিয়ে ২০২০ সালের ১৮ জানুয়ারি আরেকটি রেকর্ড গড়েন তিনি।

 

এর আগে ২০১৯ সালের ৫ নভেম্বর নেক থ্রো এন্ড ব্যালেন্স এ ৩০ সেকেন্ডে ২৬ বার নিয়ন্ত্রণের দক্ষতা দেখিয়ে বিশ্বরেকর্ড উপহার দিয়ে বাংলাদেশকে বিশ্বপর্যায়ে গর্বিত করেন চট্টগ্রামের তরুণ আশরাফুল ইসলাম জোহান। আগের রেকর্ডটি এক ভারতীয়ের দখলে ছিল।

 

ফুটবল ফ্রিস্টাইলার হিসাবে অলিম্পিকে খেলার স্বপ্ন দেখা জোহান জানান, তাঁর স্বপ্ন অবশ্যই অলিম্পিকের মত আসরে (এখনও তালিকাভুক্ত নয়, ভবিষ্যতে হতে পারে) সেরাদের সাথে লড়াই করে শ্রেষ্ঠত্ব লাভ করা। এতে বিশ্বে যেমন বাংলাদেশের লাল-সবুজের পতাকা গর্বিত হবে তেমনি এদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়বে ফুটবলের ফ্রিস্টাইল।

ফুটবল ফ্রিস্টাইল আসলে বলের উপর নিয়ন্ত্রণের অন্যরকম এক দক্ষতা। পুরো বিশ্বের সাথে বাংলাদেশের অনেকেই আছেন যারা এই ইভেন্টটির সাথে জড়িত। আশরাফুল জানান, ফুটবলের পেশাদারি জগতে নাম লেখানোর কোন আগ্রহই তার নেই। বর্তমানে আইইউবি’র ৬ষ্ঠ সেমিস্টারে অধ্যায়নরত আশরাফুল ভবিষ্যতে বিশ্বসেরা ফুটবল-ফ্রিস্টাইলার হতে চান।

 

পূর্বকোণ/পি-মামুন

শেয়ার করুন