চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সমমজুরির দাবিতে সুইজারল্যান্ডের নারীদের বিক্ষোভ

১৫ জুন, ২০১৯ | ১:৩৯ পূর্বাহ্ণ

সুইজারল্যান্ডে নারী-পুরুষ সমমজুরির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন সুইজারল্যান্ডের নারীরা। গতকাল শুক্রবার দিনব্যাপী নানা ধরনের বিক্ষোভ কর্মসূচি পালনের মধ্য দিয়ে নিজেদের অধিকারের দাবিতে সরব হয়েছেন তারা। অনেকেই নিজ নিজ প্রতিষ্ঠানে একদিনের কর্মবিরতি পালন করছেন। কেউ কেউ আবার পালন করছেন কয়েক ঘণ্টার কর্মবিরতি। সুইজারল্যান্ডের নারীরা এখনও পুরুষদের চেয়ে ২০ শতাংশ কম মজুরি পান। আর সে বৈষম্য নিরসনের দাবিতে গতকাল শুক্রবার আবারও রাস্তায় নেমেছেন সেদেশের নারীরা। শুক্রবার প্র্যাম নামক একধরনের গাড়িতে করে মিছিল, কনসার্ট থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনেকে তাদের প্রতিষ্ঠানকে আগেই জানিয়ে দিয়েছেন এদিন কাজে যোগ দেবেন না।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট