চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

প্রধান জামাত এমএ আজিজ স্টেডিয়ামে ৮টায়

ঈদ জামাত কমিটির উদ্যোগে বস্ত্র ও সেলাই মেশিন বিতরণ

২৯ মে, ২০১৯ | ২:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির বার্ষিক সাধারণ সভা, ক্বিরা’আত, হামদ-নাত, আযান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২৭ মে সোমবার বেলা ৩টায় চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন, অতি. জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলোয়ার হোসেন, অতি. জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীর, অতি. জেলা প্রশাসক (এলএ) আমিরুল কায়সার। চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ ডা. আবদুল করিমের সঞ্চালনে পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান পর্ব শুরু হয়।
কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ ডা. আবদুল করিম স্বাগত বক্তব্য ও বার্ষিক প্রতিবেদন পেশ করেন। ট্রেজারার আলহাজ সালেহ আহমেদ সুলেমান আয়-ব্যয় হিসাব বিবরণী পেশ করেন যা সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় এক প্রস্তাবে কমিটির ব্যবস্থাপনায় প্রতিবারের ন্যায় এবারও ঈদুল ফিতরের প্রধান জামাত এম এ আজিজ স্টেডিয়াম সম্মুখস্থ মাঠে সকাল ৮ টায় আদায়ের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে ইমামতি করবেন নগরীর বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার প্রিন্সিপ্যাল হযরত মাওলানা অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। কমিটির আওতাভুক্ত নগরীর অপর ৯৪টি আঞ্চলিক ঈদগাঁসমূহে ঈদুল ফিতরের নামাজের সময়সূচি স্থানীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট