চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

স্যামসাং নিয়ে এলো সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন ‘গ্যালাক্সি এ২ কোর’

২৮ মে, ২০১৯ | ১:২৯ পূর্বাহ্ণ

বার ফোন থেকে স্মার্টফোনে ব্যবহারে আগ্রহী ক্রেতাদের হাতে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন তুলে দিতেই স্যামসাং নিয়ে গ্রাহকদের জন্য নিয়ে এলো ‘গ্যালাক্সি এ২ কোর’। এই ফোনটি স্যামসাং এর ইতিহাসের অন্যতম বিক্রিত ফোন গ্যালাক্সি জে২ কোর এর উত্তরসূরি হিসেবেই বাজারে নিয়ে এসেছে স্যামসাং। গ্রাহকদের জন্য স্মার্টফোনটিতে উচ্চ ব্যবহার ক্ষমতা এবং অতিরিক্ত মেমোরি স্পেস দিতেই গ্যালাক্সি এ২ কোর এ ব্যবহার করা হয়েছে এর জন্যে বিশেষভাবে ডিজাইন করা এন্ড্রয়েড গো এডিশন। আকারে ছোট এন্ড্রয়েড ইন্সটলেশন প্যাকেজ সাইজ, লাইট অপারেটিং সিস্টেম এবং র‌্যাম এর বিস্ময়কর কার্যক্ষমতার মিশেলে এতে যেমন পাওয়া যাবে দুর্দান্ত গতি আর সাথে সাথে ব্যবহারেও আসবে স্বাচ্ছন্দ্য। ফোনটিতে রয়েছে ইনবিল্ট ১৬ গিগাবাইট স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ড ব্যবহারে বাড়িয়ে নেয়া যাবে ২৫৬ গিগাবাইট পর্যন্ত।উপরন্তু গ্যালাক্সি এ২ কোর-এ কিউএইচডি ৫ ইঞ্চি ডিসপ্লে থাকায় ভিডিও দেখা কিংবা হাল্কা ধাঁচের গেম খেলবার জন্যে এটি একটি আদর্শ ফোন। ব্যবহারকারীরে শুধু যে উচ্চমানসম্পন্ন ভিডিও দেখতে পারবেন তাই নয়, টানা ১১ ঘণ্টা ভিডিও দেখা যাবে একবার চার্জেই। ক্যামেরার প্রশ্নেও কার্পণ্য করেনি এ২ কোর, এতে থাকা ৫ মেগাপিক্সেল ক্যামেরা চমৎকার ছবি তুলতে সক্ষম। এই ফোনটি সম্পর্কে স্যামসাং বাংলাদেশ-এর হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘যেসব গ্রাহক প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহার করতে চাচ্ছেন, তাঁদের জন্যে দারুণ একটি ফোন হবে গ্যালাক্সি এ২ কোর। এর পূর্বসূরি গ্যালাক্সি জে২ কোর স্থানীয় বাজারে সর্বাধিক বিক্রিত ফোনগুলোর একটি হবার গৌরব অর্জন করেছিলো। তাই জে২ এর উত্তরসূরি এ২ কোর ও সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলেই আমরা বিশ্বাস করি। সব বয়েসীদের জন্যেই দারুণভাবে ব্যবহার উপযোগী ডিজাইনের ফোনটি পাওয়া যাচ্ছে নীল, সোনালী এবং কালো এই তিনটি গ্লসি রঙে। আকর্ষণীয় এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৭,৫৯০ টাকা।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট