বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সৌদি আরবের পবিত্র মদিনা শহরের কিছু এলাকা লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। মদিনায় লকডাউনপর আওতাধীন এলাকা গুলো হচ্ছে, আস শুরাইবাত, বনী যুফার, কুরবান, আল জুময়া, আল ইসকান, বানী খুদরা।
জানা যায়, শনিবার (২৮) মার্চ ভোর ছয়টা হতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ২৪ ঘন্টা লক ডাউন চলবে।
এই এলাকাগুলোতে যে সমস্ত প্রবাসি বাংলাদেশিরা আছেন আপনারা ঘর হতে বের না হওয়াসহ লকডাউন এলাকাসমুহ হতে বাহিরে যাওয়া ও এই এলাকায় প্রবেশ করা সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে।
এসময় এলাকাগুলোর বাসা থেকে বের হওয়া সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে। তবে একান্ত জরুরীকাজে যেমন চিকিৎসা সেবা ও জরুরী খাদ্যদ্রব্য কেনাকাটার জন্য এই এলাকার ভেতরে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে বের হওয়া যাবে।
সবাই সৌদি আরবের আইন মেনে চলুন। নিজে সচেতন হোন অন্যকেও সচেতন করতে সহায়তা করুন।
পূর্বকোণ/পিআর