ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের একমাত্র বিমান বহনে সক্ষম রণতরী আইএনএস বিক্রমাদিত্যতে আগুন লেগে দেশটির নৌবাহিনীর এক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। গতকাল শুক্রবার এ অগ্নিকা-ের ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সকাল আনুমানিক নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে ভারতের কারওয়ার বন্দরে যাওয়ার পথে রণতরীটিতে অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুন নেভানোর কাজে তৎপর দলকে নেতৃত্ব দিচ্ছিলেন লেফট্যানেন্ট কমোডর ডিএস চৌহান। বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ধোঁয়ায় দমবন্ধ হয়ে জ্ঞান হারান চৌহান।