সঙ্গীত শিল্পী এসএম সোহেলের ফোক ধাঁচের আলোচিত গান ‘কন্যা’ প্রকাশিত হলো জার্নাল টাইম মিডিয়ার (জেটিএম) ইউটিউবে। এর আগে জেটিএম মিডিয়ায় গানটির অডিও বেশ সাড়া ফেলেছে ইউটিউবে। চমৎকার গল্পের মিউজিক্যাল ফিল্মটি জেটিএমের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
গানটির কথা সুর করেছেন উদীয়মান কণ্ঠশিল্পী ও গীতিকার সুরকার যাযাবর পলাশ। সঙ্গীত পরিচালনা করেছেন যৌথভাবে দেবাপাল ও ডালিম।
মিউজিক্যাল ফিল্মটিতে দেখানো হয়েছে বর্তমান সময়ের প্রেমকেন্দ্রিক সত্য ঘটনা,যেখানে প্রেমের নামে মিষ্টি হাসির আড়ালে ছলনার বিষয়টি উঠে আসে। এখানে ছলনাময়ী কন্যার চরিত্রে অভিনয় করেছেন মডেল অভিনেত্রী ডলি এবং যৌথ নায়কের ভূমিকায় অভিনয় করেছেন এসএম পরান ও মাসুদ। মিউজিক্যাল ফিল্মটির দৃশ্যায়নে ক্যামেরায় ছিলেন খলিল শেখ, পরিচালক হিসেবে ছিলেন এসএম আইয়ুব আলী খাঁন কায়সার। গল্পটি লিখেছেন এসএম সোহেল নিজেই। শিল্পী বলেন, গানটি আমার খুব পছন্দের, আমার বন্ধু যাযাবর পলাশের অনবদ্য এক সৃষ্টির নাম কন্যা। তিনি এত সুন্দর করে গানটি না লিখলে হয়তো এত কিছু সম্ভব হতো না।