চট্টগ্রাম শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সর্বশেষ:

ঈদের ছুটি ৮ নাকি ৯ দিন

পূর্বকোণ ডেস্ক

১৯ মার্চ, ২০২৫ | ১২:২৫ অপরাহ্ণ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে এবার লম্বা ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এবার সাপ্তাহিক ছুটি যোগ করে টানা ছুটি পাচ্ছেন অন্তত ছয় দিন। তবে ঈদের আগে ও পরের যেকোনো এক দিন ছুটি দিলে টানা ছুটি মিলতে পারে আট অথবা নয় দিন।

 

ঈদুল ফিতর কেন্দ্রিক ছুটি বিশ্লেষণ করলে দেখা যায়, ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে অফিস চলবে মাত্র দুদিন (২৭ মার্চ ও ৩ এপ্রিল)। ঈদের আগে ২৭ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করলে সরকারি কর্মচারীদের টানা ছুটি মিলবে আট দিন। অন্যদিকে ৩ এপ্রিল ছুটি ঘোষণা হলে টানা ছুটি মিলবে নয় দিন। দুই ক্ষেত্রেই ঈদের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ করে উল্লিখিত ছুটির চিত্র পাওয়া যায়।

 

মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল একটি সূত্র জানায়, নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে উপদেষ্টা পরিষদে সারসংক্ষেপ উপস্থাপন করতে হয়। আগামী উপদেষ্টা পরিষদ বৈঠকে ঈদের ছুটি সংক্রান্ত সারসংক্ষেপ উত্থাপন হতে পারে। বৈঠকে নিয়মিত ছুটির বাইরে বাড়তি ছুটি অনুমোদন হলে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ঈদের ছুটি ৩ দিন থেকে বাড়িয়ে ৫ দিন করেছে। ঈদ ছুটির আগে পরে সাপ্তাহিক ছুটির দিন মিলিয়ে সেটা ৬ থেকে ৭ দিন পর্যন্ত হতে পারে। এই হিসেবে এবার ঈদুল ফিতরের টানা ছুটি মিলছে অন্তত ৬ দিন। তবে ঈদুল ফিতরের পর ৩ এপ্রিল ছুটি দেওয়া যায় কিনা সেটি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার।

 

সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র বলেছেন, ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ছুটি ভোগ করতে পারবেন সরিকারি কর্মচারীরা। যারা ব্যক্তিগতভাবে ২৭ মার্চের ছুটি ম্যানেজ করতে পারবেন তাদের টানা ছুটি হবে ১১ দিনের।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের দেশের রীতি অনুযায়ী ঈদের সময় শহরের মানুষেরা গ্রামে যেতে পছন্দ করেন। ছুটি কম থাকার কারণে যাওয়া-আসার পথে অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। এই দৃষ্টিকোণ থেকে বর্তমান সরকার ঈদুল ফিতরের নিয়মিত ছুটি তিন দিন থেকে বাড়িয়ে পাঁচ দিন করেছে। তারপরও সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ছুটি বাড়ানোর এখতিয়ার সরকারের আছে। এই ক্ষেত্রে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত লাগবে।

 

সরকার নির্ধারিত ঘোষণা অনুযায়ী, ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত থাকছে এবারের ঈদুল ফিতরের ছুটি। ২৮ মার্চ শুক্রবার থাকায় টানা স্বাভাবিক ছুটি হচ্ছে ছয় দিন। সেই সঙ্গে ৩ এপ্রিলের ছুটি যোগ হলে ৪ ও ৫ এপ্রিলের সাপ্তাহিক ছুটিসহ টানা ছুটি হবে নয় দিন।

 

অন্যদিকে, ২৭ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করলে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটিসহ ২ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে, এতে সরকারি কর্মচারীদের টানা ছুটি মিলবে আট দিন। এ ক্ষেত্রে অফিস খুলবে ৩ এপ্রিল থেকে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট