হিজরি শাবান মাসের চাঁদ দেখতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসছে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এ সভার পরই শবে বরাতের তারিখ জানানো হবে। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা বসবে বলে ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম জানিয়েছেন।
বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নির্দিষ্ট নম্বরে ফোন বা ফ্যাক্স করে অথবা সংশ্লিষ্ট জেলার ডিসি কিংবা ইউএনওকে জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।
শাবান মাসের ১৪ তারিখ রাত মুসলমানদের কাছে শবে বরাত বা ‘সৌভাগ্যের’ রাত হিসেবে বিবেচিত। মুসলমানরা এই রাতে ইবাদতে মশগুল হন। বাংলাদেশে শবে বরাতের পরের দিনটি নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।
পূর্বকোণ/ইব