
কাল পবিত্র হজ। ইতিমধ্যে হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবের মক্কা নগরীতে জড়ো হয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ‘লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক’ ধ্বনিতে বৃহস্পতিবার মক্কার আরাফাত ময়দানে অনুষ্ঠিত হবে পবিত্র হজ।
এরই মধ্যেই আসন্ন হজের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি প্রশাসন। এবারের হজে সার্বক্ষণিক নিরাপত্তা দিতে নিরাপত্তা কর্মী নিয়োগ দিয়েছেন সৌদি সরকার। মক্কা, মিনা, মোজদালিফা ও আরাফাত ময়দানে হাজিদের সব ধরনের সহযোগিতা ও নিরাপত্তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে সৌদি প্রশাসন।
নারী নিরাপত্তাকর্মীরা হাজিদের নিরাপত্তার পাশাপাশি পবিত্র কোরআন বিতরণ ও হাজিদের হজের নিয়ম-কানুন শিখিয়ে দেবেন। হজ চলাকালীন হাজিদের স্বাস্থ্যসেবা দিতে সর্বোচ্চ সংখ্যক মেডিকেল টিম কাজ করবে।
এর আগে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় এশার নামাজের পর মুসল্লিরা মক্কা নগরী থেকে পায়ে হেঁটে, বাসে করে মিনায় পৌঁছেছেন। আজ বুধবার মিনায় অবস্থান করে বৃহস্পতিবার সূর্য উদয় হওয়ার সাথে সাথে আরাফাতের উদ্দেশে রওনা হবেন। আরাফাতে জোহর ও আসর নামাজ একসাথে আদায় করে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে মোজদালেফার উদ্দেশে রওনা দেবেন এবং সেখানে অবস্থান করবেন। পথিমধ্যে শয়তানকে নিক্ষেপ করার জন্য পাথর সংগ্রহ করবেন।
বাংলাদেশ থেকে গত ২৯ এপ্রিল প্রথম হজ ফ্লাইট শুরু হয়। এবার বাংলাদেশ থেকে (ব্যবস্থাপনা সদস্যসহ) ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করার জন্য সৌদিআরবে গেছেন।
হজের এই বিশাল কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ থেকে প্রশাসনিক টিম সৌদি আরব পৌঁছেছেন অনেক আগেই। সেই সাথে চিকিৎসার জন্য এসেছে চিকিৎসক দল। এবার হজ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু এবং সুন্দরভাবে হজ সম্পন্ন হবে বলে বলে জানান ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
পূর্বকোণ/ইবনুর