চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

হজ শেষে দেশে ফিরেছেন ৭১ হাজার ৫৫৪ জন হাজি

অনলাইন ডেস্ক

১৯ জুলাই, ২০২৩ | ১২:২৩ অপরাহ্ণ

সৌদি আরব থেকে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৭১ হাজার ৫৫৪ জন হাজি। সোমবার রাত পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১৮৭টি। এছাড়া হজ করতে গিয়ে এখন পর্যন্ত ১০৯ জন বাংলাদেশির মৃত্যুর খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৮ জুলাই) সর্বশেষ ১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। মারা যাওয়া হাজির নাম এম আব্দুস সামাদ আকন্দ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

সোমবার (১৭ জুলাই) রাতে হজ বুলেটিনে জানানো হয়, সোমবার রাত পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১৮৭টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৮৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৭৩টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩১টি।

গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট